লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ লাখ পঞ্চাশ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে বালু তোলার দায়ে দুই জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৫ অক্টোবর বিকেলে উপজেলার জঙ্গল পদুয়ার উলিরবিল, ধন্যারবিল ও কাঠালেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়ার মৃত উসুফ জামানের ছেলে মোবারক ও সৈয়দ আলমের ছেলে মো, ফয়েজ। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব জিতু বলেন, উল্লেখিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ (১) ধারায় দোষী সাব্যস্ত করে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও প্রায় ৩ লাখ পঞ্চাশ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এই বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply