লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার চাঁইরগুলা খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী বালু উত্তোলকারীরা উক্ত খালের পাশ্ববর্তী খতিয়ানভুক্ত পরের জমি ও সরকারী খাস জায়গা হতেও বালু উত্তোলন করছেন। তারা মানছেন কোন বাধা। অবৈধভাবে উত্তোলনের ফলে ভাঙ্গছে চাঁইরগুলা খালের বেড়িবাঁধ। খালের গর্ভে বিলীন হচ্ছে কৃষকের জমি ও সরকারি খাস জায়গা। উত্তোলিত বালুগুলো স্তুপ করে রাখা হয় খালের নিকটস্থ জমিতে। সেখান হতে বিক্রি করা হয় এসব বালু। সঙ্গবদ্ধ একটি দল রাজনীতির ছত্রছায়ায় বেশ কিছুদিন হতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে, সরকার যেমন মোটা অংকের রাজস্ব প্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছে, অপরদিকে ক্ষতি শিকার হচ্ছে জমির মালিক।
এব্যাপারে জফিউল আলম চৌধুরী নামে একজন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য অনুরোধ করা হয়েছে।
লিখিত অভিযোগপত্রে আলমগীরসহ ৪ জনের বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা মেশিন দ্বারা চাঁইরগুলা খালসহ সরকারী জায়গা ও ব্যক্তি মালিকানাধীন জায়গা হতে বালু উত্তোলন করে আসছে। দরখাস্তকারীর জায়গা হতেও বালু উত্তোলন করা হচ্ছে। বাধা দিলে অভিযুক্তরা জায়গা মালিককে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযো রয়েছে।
Leave a Reply