লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষক শাহানা চৌধুরী গত ৫ অক্টোবর তাঁর ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি যা বলেছেন তা ডেইলী চট্টগ্রাম পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
গতকাল ৪ অক্টোবর /২০২১ আমার জীবনে অন্যতম একটি স্মরণীয় দিন। আমি ছিলাম বাকরূদ্ধ ও হতবাক। আমার এতো শুভাকাঙ্ক্ষী! প্রিয় শিক্ষার্থীর পাশাপাশি সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকমহল,সুধীবৃন্দ,সাংবাদিকবৃন্দ,আমাকে দোয়া, আশীর্বাদ, সম্মান ও ভালোবাসায় এ-তো বেশি সিক্ত করলেন! সত্যিই আমি ধন্য,আমি পূর্ণ। আমি কৃতজ্ঞ। এতো আমার যোগ্যতার চেয়ে অনেক বেশি প্রাপ্তি।এই দিনে আমি নতুন করে উপলব্ধি করলাম শিক্ষকতা জীবনের সার্থকতা। আরো উপলব্ধি করলাম এই ভালোবাসা, সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই, যাহা প্রয়োজন তা হলো নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা।আমিতো নিজ দায়িত্ব কিছু টা পালনের চেষ্টা করেছি মাত্র। আমার বারবার মনে হচ্ছিল, অবুঝ শিশুর ঋণ আমি কী পুরোটা শোধ করেছি?পবিত্র হাদিসে রয়েছে “একটি ভালো কাজের জন্য দশটি কল্যানমূলক পুরস্কার “। আপনারা আমাকে তা-ই পাইয়ে দিয়েছেন। মহান সৃষ্টিকর্তার কাছে লাখো শোকরিয়া।
যার সৃজনশীল চিন্তা, বলিষ্ঠ উদ্যোগ, কাজের স্বীকৃতি প্রদান আমাকে প্রেরণা ও সাহস যুগিয়েছে এবং কর্মস্পৃহাকে বাড়িয়ে দিয়েছে বহুগুনে -আমি সেই মহান ব্যাক্তি জনাব ফিজনূর রহমান স্যারকে (পরিচালক -উপ-সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়)মনের গভীরে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
আপনাদের সকলকে এবং যারা আমাকে শুভকামনা পাঠিয়েছেন সবাইকে জানাচ্ছি সালাম, আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।
Leave a Reply