লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী কামার দিঘীর পাড় নামক এলাকায় একরাতে ৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই দিন গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুখছড়ী গ্রামে ৩টি দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মধ্য রাতে এসব দোকানে চোর হানা দেয়। তারা ওই সব দোকানের তালা ভেঙে প্রবেশ করে। কেউ টের পাওয়ার আগে চোরের দল দোকানগুলো থেকে টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। সকালে দোকানের মালিকরা দোকানের তালা ভাঙা দেখতে পান। ইতোপূর্বেও এই এলাকায় আরো কয়েকবার দোকান চুরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের ধারণা, এলাকার কিছু বেকার যুবক এই চুরির সাথে জড়িত থাকতে পারে।
মেসার্স আজিম স্টোরের স্বত্ত্বাধিকারী মো. আজিমুল হক বলেন, ওই রাত সাড়ে এগারোটায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরদিন বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখি সব তছনছ করে রেখেছে। তার দোকান থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এছাড়াও একই সময় পাশের আবদুল শুক্কুর ও মো. বাদশা মিয়ার দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করেছে চোরের দল।
এলাকাবাসীর দাবি, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিদানের।
স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুছ জানান, চুরির ঘটনা শুনেছি। এ ঘটনায় এলাকার মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে চুরি বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের জোর দাবি করছি।
এ ব্যাপারে লোহাগাড়ায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ জানান, দোকান চুরির অভিযোগটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply