লোহাগাড়ায় পুকুরে জলে ডুবে মো. ইব্রাহিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদর ইউনিয়নের ভিল্যাপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশু ইব্রাহিম ওই এলাকার মনজুর আলমের পুত্র।
লোহাগাড়া ইউপি মেম্বার মুহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ইব্রাহিম বাড়ির উঠানে খেলছিল। খেলাচ্ছলে পরিবারের সদস্যদের অঘোচরে পড়ে যায় পুকুরে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। কোথাও না পেয়ে বাড়ির পিছনের পুকুরে ইব্রাহিমকে ভাসতে দেখতে পায়। পরে, স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply