আজিজনগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চেয়ারম্যান জসিম উদ্দীন কোম্পানীকে ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে স্থানীয় দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা দিয়েছে।
মনোনয়ন পেয়ে তিনি চট্টগ্রাম শহর থেকে ফেরার পথে লামা উপজেলার আজিজনগর ও লোহাগাড়া উপজেলার চুনতি সীমানায় বরণ করে নেয় হাজারো দলীয় নেতাকর্মী, শুভকাঙ্খী ও শুভানুধ্যায়ী। বিশাল শোডাউনের মাধ্যমে জসিম উদ্দীন কোম্পানীকে নিয়ে যাওয়া হয় আজিজনগরে। শোডাউনে অংশগ্রহণকারী মধ্যে অনেক মহিলা ছিলেন। এ শোডাউন আজিজনগরের বিভিন্ন সড়ক ও হাট বাজার প্রদক্ষিণ করে। পরে, আজিজনগর চাম্বী বাজারের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আজিজনগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক আবু ছালেহ। বক্তব্য রাখেন, সংবর্ধিত দলীয় মনোনীত প্রার্থী জসিম উদ্দীন কোম্পানী চেয়ারম্যান। তাঁর বক্তব্যে গত ৫ বছরের আজিজনগরের উন্নয়ন কর্মকান্ডের তথ্য তুলে ধরা হয়।
আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. সেলিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম কিবরিয়া, আবুল আলী মাষ্টার, হোছেন আলী, জয় ত্রিপুরা, কুলছুমা বেগম, তামাচিং মার্মানী, মৃদুল কান্তি দাশ, মোহাম্মদ হোসেন আলী, মাওলানা মিজানুর রহমান, মুফতি মাওলানা তৌহিদুল ইসলাম ও আকবর হোসেন প্রমূখ।
Leave a Reply