সাতকানিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ফজল করিম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু্বরণ করেন।
এর পূর্বে উপজেলার দাইমারখীলে নিজ বাড়ির সামনে সাতকানিয়া-বাঁশখালী সড়কে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন ফজল।
নিহত ফজল করিমের ছেলে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দাইমারখীল এলাকায় বাড়ি থেকে বের হয়ে সাতকানিয়া-বাঁশখালী সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফজল। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট আশ শেফা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দাইমারখীল এলাকায় এক বৃদ্ধের আহত হওয়ার খবর শুনেছিলাম। বিস্তারিত জানার চেষ্টা করছি।
Leave a Reply