লোহাগাড়া উপজেলাধীন চুনতিতে ইউনিয়নে ১৯দিন ব্যাপী ৫১তম সিরতুন্নবী (সা:) ১৮ অক্টোবর সোমবার শুরু হবে চুনতি সিরত ময়দানে। এদিন জোহরের নামাজের পর মাহফিলের উদ্বোধন করবেন সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম্দ্দুীন নদভী।
এই উপলক্ষে গত ১৫ অক্টোবর শুক্রবার সকাল বেলা স্থানীয় সাংবাদিকদের সাথে সিরতুন্নবী (সা:) মাহফিল মতোওয়াল্লী পরিষদের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সিরতুন্নবী (সা:) মাহফিল কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ।
শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহ সাহেব কেবলার দৌহিত্র আবদুল মালেক ইবনে দিনার নাজাত, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কশশাফুল হক শেহজাদ, মো. জাহেদুর রহমান ও কাজী আরিফুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় জানানো হয়, হযরত আলহাজ শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রা.আ.) শাহ্ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত এই মাহফিল ১৯৭২ ইং সনে শুরু হয়। ১৯দিন ব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন স্থানের প্রখ্যাত আলেমগণ নির্ধারিত বিষয়ের আলোকে বক্তব্য রাখবেন। মতবিনিময় সভায় মতোওয়াল্লী কমিটির অন্যতম সদস্য আবদুল মালেক ইবনে দিনার নাজাত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এবারে মাহফিলের সার্বিক খরচের ব্যয় র্নিধারণ করা হয়েছে ২ কোটি ৭৫ লক্ষ টাকা। চুনতির শাহ্ সাহেব কেবলার বক্ত, মাহফিলের শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীসহ প্রায় সকলস্তরের মানুষের দানে মাহফিলের খরচ সম্পাদন করা হয়।
তিনি আরো জানান, মাহফিলে ১৯ দিনব্যাপী তাবুরুক খাওয়ার আয়োজন রয়েছে। মাহফিলের শান্তি-শৃঙ্খলা ও অন্যান্য আয়োজনের জন্য আড়াই হাজারের অধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন। পাশিপাশি পুলিশ ও আনসার বাহিনী কাজ করবেন। মতবিনিময় সভায় ১৯ দিনব্যাপী মাহফিল সুচারুরূপে সম্পন্ন করার জন্য সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply