লোহাগাড়ায় চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫১তম মাহফিলে সিরতুন্নবী (সা:) ১৮ অক্টোবর সোমবার জোহরের নামাজের পর উদ্বোধন করা হয়েছে। মাহফিলের প্রথম অধিবেশনের সভাপতি সীতাকুন্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ¦ মাওলানা হোছাইন আহমদ মাহফিলের উদ্বোধন করেন। এ অধিবেশনে নির্দিষ্ট বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:) এর জন্ম বৃত্তান্ত, নুব্যয়ত পূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ¦ মাওলানা ওসমান গণি।
আছর নামাজের পর বক্তব্য রাখেন চুনতি ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হেলাল উদ্দীন। মাগরিব নামাজের পর অধিবেশনে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মাওলানা বদিউল আলম। নবী করিম (সা:) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসূলগণের ভবিষ্যৎ বাণীসমূহের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ্।
জানা যায়, হযরত আলহাজ শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রা.আ.) শাহ্ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত এই মাহফিল ১৯৭২ ইং সনে শুরু হয়। ১৯দিন ব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন স্থানের প্রখ্যাত আলেমগণ নির্ধারিত বিষয়ের আলোকে বক্তব্য রাখবেন।
মতোওয়াল্লী কমিটির অন্যতম সদস্য শাহ সাহেব কেবলার দৌহিত্র আবদুল মালেক ইবনে দিনার নাজাত জানান, এবারে মাহফিলের সার্বিক খরচের ব্যয় র্নিধারণ করা হয়েছে ২ কোটি ৭৫ লক্ষ টাকা। চুনতির শাহ্ সাহেব কেবলার বক্ত, মাহফিলের শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীসহ প্রায় সকলস্তরের মানুষের দানে মাহফিলের খরচ সম্পাদন করা হয়।
তিনি আরো জানান, মাহফিলে ১৯ দিনব্যাপী তাবুরুক খাওয়ার আয়োজন রয়েছে। মাহফিলের শান্তি-শৃঙ্খলা ও অন্যান্য আয়োজনের জন্য আড়াই হাজারের অধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন। পাশিপাশি পুলিশ ও আনসার বাহিনী কাজ করবেন। মতবিনিময় সভায় ১৯ দিনব্যাপী মাহফিল সুচারুরূপে সম্পন্ন করার জন্য সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply