লোহাগাড়ায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় ১৫ পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে । বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা দেয়াল নির্মাণ করায় বিপাকে পড়েছেন এ পরিবারের শতাধিক লোকজন। ফলে, দেয়াল টপকিয়ে বা অন্যের ধানক্ষেত দিয়ে যাতায়াত করতে হচ্ছে ভুক্তভোগীদের। স্কুলগামী শিশুসহ দেয়াল টপকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরবেশ হাট রোডের লতিফ বিল্ডিং এর সামনে দয়ানিমার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই ১৫টি পরিবারের শতাধিক লোকের একমাত্র যাতায়াতের রাস্তায় দেয়াল ও টিনের ঘেরা দিয়ে বন্ধ করে দিয়েছে একই এলাকার জালাল উদ্দিন। চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। কখনো দেয়াল টপকিয়ে কখনো বা ধানক্ষেত দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। দেওয়াল টপকিয়ে পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
ভুক্তভোগী মো. ওসমান গণি বলেন, প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে আমাদের মৌরশী জায়গায় নির্মিত একমাত্র চলাচলের রাস্তটি জোর পূর্বক বন্ধ করে দিয়েছে। বিষয়টি মিমাংসার জন্য আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি। বিচার দেওয়ায় প্রতিপক্ষ আমাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে। নিরুপায় হয়ে জালাল উদ্দিন, রুজিনা আক্তার, মিন্টু ও জাহেদুল ইসলামকে বিবাদী করে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি করেছি। দীর্ঘ অপেক্ষার পর কাল বুধবার চলাচলের পথের বিচার শুরু হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জালাল উদ্দিন জানান, রাস্তার জায়গাটা আমাদের দখলীয় মৌরশী সম্পত্তি। বিরোধীয় চলাচল রাস্তায় অভিযোগকারীদের কোন জায়গা নেই। তাই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদের লিখিত অভিযোগ করেছে। উভয়পক্ষের সাথে আলোচনা করে চলাচলের রাস্তাটি উম্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, চলাচল রাস্তা বন্ধ সংক্রান্ত রিবোধের জেরে ভুক্তভোগীরা থানায় জিডি করেছেন। এ ব্যাপারে সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ভিডিও লিংক: https://www.facebook.com/100006687097188/videos/pcb.3184643401768532/714851993245321
Leave a Reply