চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫১তম সিরাতুন্নবী (সা:) মাহফিলের আজ ২০ অক্টোবর বুধবার ৩য় দিবস বাদ আছর ১ম অধিবেশন শুরু হবে।
সাতকানিয়া আনোয়ারা বেগম হেফজখানার ছাত্র হাফেজ মুহাম্মদ সাহিম কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পরে, না’আতে রসূল (সা.) পরিবেশন করেন- চুনতির হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র নুরুল হাশেম।
উপজেলার কলাউজান রশিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু বকরের সভাপতিত্বে এ অধিবেশনে নির্দিষ্ট বিষয় “দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলাত বর্ণনা”র উপর ত্বকরির পেশ করবেন চুনতি আউলিয়া জামে মসজিদর খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের।
আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ছাত্র হাফেজ আবু তাকরীম মুহাম্মদ সিফাতুল্লাহ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে বাদ মাগরিব মাহফিলের ২য় অধিবেশন আরম্ভ হবে। তারপর, না’আতে রসূল (সা.) পরিবেশন করেন- চুনতির ইউছুফ মঞ্জিল’র আবু হানিফা মুহাম্মদ হাসান।
এতে সূরা কাউসারে তাফসীর ও শিক্ষা বিষয়ের উপর ত্বকরির পেশ করবেন- চুনতির মসজিদে বায়তুল্লাহ্’র খতিব মাওলানা সালাহ্ উদ্দীন হাবিবী। পরে, নির্দিষ্ট বিষয়ে উপর আলোচনা পেশ করবেন- পটিয়া আল-জামেয়া ইসলামিয়া’র সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা আখতার হোছাইন আনোয়ারী। পরিশেষে, খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে এ মাহফিলের ৩য় দিবসের সমাপ্তি ঘটবে।
এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত ও শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রিয় নবী হজরত মুহাম্মদ সা:-এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে চুনতির হজরত মাওলানা শাহ সুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ:) ১ম সিরাতুন্নবী (সা:) মাহফিলের প্রবর্তন করেন। সেই থেকে নিয়মিত এ মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
Leave a Reply