চট্টগ্রামের লোহাগাড়ায় দশ হাজারো অধিক মানুষের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা সদরের দক্ষিণ সুখছড়ী চিশতীয় দরবার শরীফের উদ্যোগে এই দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার বটতলী মোটর ষ্টেশনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।
জশনে জুলুসে নেতৃত্ব দেন শুকছড়ি চিশতিয়া দরবার শরীফের সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ নাছেরুল হক চিশতী (ম:জি:আ:)।
ওই সময় উপস্থিত ছিলেন, পীরে তরিকত সৈয়দ নঈমুল হক চিশতী, সৈয়দ নেয়াজুল হক চিশতী, সৈয়দ ওসমানুল হক চিশতী, শাহজাদা সৈয়দ এমাদুল হক চিশতী, শাহজাদা মাওলানা সৈয়দ এহছানুল হক চিশতী,শাহজাদা মাওলানা সৈয়দ ফকরুল হক চিশতী, শাহজাদা মাওলানা সৈয়দ বদরুল হক চিশতী,শাহজাদা মাওলানা সৈয়দ আবদুল আহাদ চিশতী ও শাহজাদা সৈয়দ মাওলানা আবদুল বাকী চিশতী। এছাড়াও অস্যংখ্য বক্তবৃন্দের উপস্থিতির মাধ্যমে মুনাজাত সম্পন্ন হয়েছে।
শাহজাদা সৈয়দ মাওলানা আবদুল বাকী চিশতী জানান, ২০১৫ সাল থেকে প্রতিবছর দক্ষিণ সুখছড়ী চিশতীয় দরবার শরীফের ব্যবস্থাপনায় জশনে জুলুস করা হচ্ছে। করোনা মহামারি কারণে এবার জুলুসের রোডম্যাপ সংক্ষিপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply