লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় ইউনিয়নের শাহ্ জব্বারিয়া ইবতেদায়ী (নূরানী) মাদ্রাসার একাডেমী ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১৫ অক্টোবর দুপুরে ওই ইউনিয়নের আখতরাবাদ (কুমিরাঘোনা) এলাকায় অত্র মাদ্রাসা প্রাঙ্গণে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
ওই সময় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাঈদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজেদুর রহমান দুলাল, বিশিষ্ট শিল্পপতি মো. ইকবাল, লোহাগাড়া প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দীন, লোহাগাড়া জাতীয় সাংবাদিক সংস্থার সেক্রেটারী রকসি সিকদার, ইঞ্জিনিয়ার মো. ইউচুপ ও স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দীন প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা বেলাল উদ্দীন, সেক্রেটারী আবদুল মোমেন ও কোষাধ্যক্ষ হেলাল উদ্দীসহ মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তারা বলেন, আজকে ভবনের কাজ উদ্বোধন করতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া আদায় করছি। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো এ মাদ্রাসায় একটি একাডেমিক ভবন নির্মাণের। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাই তাঁদের যাঁরা এ মাদ্রাসা নতুন ভবনের অনুমোদনের জন্যে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান ।
Leave a Reply