লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ আমিরাবাদের রাজমহল কমিউটিনিটি সেন্টারের সামনে লরির ধাক্কায় মোটর সাইকেল আরোহী সাখাওয়াত হোসেন (২৪) নামের একজন নিহত ও ৩জন গুরত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার আমিরাবাদ দর্জি পাড়ার আবদুল মন্নানের পুত্র। ওই সময় লরিটি দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ২৪ অক্টোবর রাত ৮টার দিকে এ মর্মান্তিক সড়ক ঘটনাটি ঘটেছে।
আহত ৩ জন হলেন, উপজেলার আমিরাবাদ মুতোয়াল্লি বাড়ির মো. মুসার ছেলে মুহাম্মদ ফরহাদ (২৩),পদুয়ার নাঁওঘাটা এলাকার মো. ইসমাঈলের ছেলে জাহেদুল ইসলাম (২২) ও একই এলাকার সিকদার পাড়ার মো. টুনু মিয়ার পুত্র মো. সাইফুল ইসলাম (১৮)।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিকসূত্রে জানা গেছে , দু’টি মোটর সাইকেল পদুয়া বাজার হতে আমিরাবাদ স্টেশনে যাচ্ছিল। এই মোটর সাইকেলগুলোতে ৪ জন লোক ছিল। মোটর বাইক নিয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজমহল কমিউনিটি সেন্টারে পৌঁছলে কক্সবাজার অভিমূখী লরিটি তাদেরকে পিছন দিয়ে জোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে যায় তারা। ঘটনাস্থলে সাখাওয়াত হোসেন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন। আহত ৩জনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ওসি মুহাম্মদ আব্দুর রব জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। তবে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
Leave a Reply