লোহাগাড়া উপজেলার চরম্বায় বিষপানে নাম আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর ) দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নাম আয়শা বেগম ওই এলাকার আবদুস ছবুরের স্ত্রী।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ কালু মেম্বার জানান, আয়শা বেগমের স্বামী খুব দরিদ্র। তারা স্বামী -স্ত্রী বাড়িতে থাকেন। প্রতিদিনের ন্যায় সকালে তার স্বামী কাজ করতে বাড়িতে বের হয়ে যায়।
দুপুরে দিকে স্বামী বাড়িতে এসে দেখে তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে। তৎক্ষনাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে, কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারতেছেনা কেউ।
লোহাগাড়া থানার এস আই দুলাল বাড়ৈ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের স্বামীর সাথে কথা বলে জানতে পারি তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তবে, কি কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছে সে বিষয়ে আমাদের কিছুই বলতে পারতেছেনা স্বামী। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।
Leave a Reply