সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা আগামী ৩০ অক্টোবর শনিবার বেলা সাড়ে ৩টায় দেশে দুর্গাপূজার উৎসবে এবং পরে, হিন্দুসম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। একে সফল করতে গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব জিতু’র সভাপতিত্বে এতে উপস্থিতি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ,লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হক, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, নাজমুল হক মিন্টু,লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পাল,সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা মাস্টার গোপাল কান্তি বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মাস্টার সলিল কান্তি বড়ুয়া ও তুষার কান্তি বড়ুয়া প্রমূখ।
এই সমাবেশে প্রত্যেক ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাসহ বিভিন্নস্তরের লোকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Leave a Reply