চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সহায়তায় হেল্পডেস্ক, শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ করেছে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।
২৭ অক্টোবর বুধবার সকালে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের এই সেবা প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রাব্বি, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন হাসান বাবলু, দপ্তর সম্পাদক সুমন দে ও অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন প্রমুখ।
ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক জিরো পয়েন্টের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের আসন পরিকল্পনা বিষয়ক ও বিভিন্ন ফ্যাকাল্টি সম্পর্কে তথ্য প্রদান করেন। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আগত পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ এবং কলম, খাবার পানিও দেওয়া হয়।
এ’সময় নেতৃবৃন্দ বলেন,দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের কষ্ট ও ভোগান্তির কথা বিবেচনায় রেখে তাদের সহায়তার জন্য রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে তথ্য সহায়তা কেন্দ্র ও শিক্ষা উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে তাই এই কর্মসূচী ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রতিদিন চলমান থাকবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া পদক্ষেপের সহযোগী হিসেবে কাজ করছি আমরা। আগামী দিনেও শিক্ষার্থীবান্ধব যে কোনো কর্মসূচিতে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানান তারা।
Leave a Reply