বাই সাইকেলের টিউব ভেতর করে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা পাচারকালে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। গত রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ উপজেলার চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত মোটর সাইকেল।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার উখিয়া বালুখালি ক্যাম্প এলাকার মুহাম্মদ জামালের পুত্র এরফান(১৯) এবং একই এলাকার আবদুর রহমানের পুত্র ফিরোজ (২০)।
পুলিশ জানায়, ২ মাদক কারবারী বাই সাইকেলের টিউবের ভেতর করে ইয়াবা পাচার করছিল ।এমন গোপন পেয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী বাই সাইকেল থামিয়ে সাইকেলের টিউবের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৭০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ২ মাদক কারবারীকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ১ নভেম্বর সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply