লোহাগাড়া উপজেলায় ৩ নভেম্বর বুধবার বিকেলে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উপজেলার চরম্বা পূর্ব বাইয়ার পাড়ায় অবৈধ বালুঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদ রানা।
তিনি বলেন, ওইদিন বিকেলে চরম্বা পূর্ব বাইয়ার পাড়ার পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত ২ টি বালুঘাট হতে আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তিনি আরও বলেন, উল্লেখিত এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো বালু খেকোরা। এতে করে জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে উঠছে পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষতিসাধন হচ্ছে। এইসব বালু খেকো এবং সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply