লোহাগাড়ায় চুনতিতে ১৯দিনব্যাপী সিরাতুন্নবী (সা:) মাহফিলের ১৭ দিবসে আলোচনায় বক্তারা বলেছেন, দুনিয়াতে চলার পথে ময়লা লাগানো যাবে না। কবরের আযাব খুবই কঠিন, তা মনে রাখতে হবে। ইমানের আলো নিয়ে সব মানুষ ভূমিষ্ট হয়। পরে, মা-বাবার অনুসরণে মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী হয়। গুণাহে লিপ্ত হয়। যে মানুষ আল্লাহকে ভয় করে সে কখনও গুণাহ্ করতে পারে না। মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে মহান আল্লাহ। তাই, সকলকে আল্লাহর এবাদত করতে হবে।
গত ৩ নভেম্বর বুধবার সিরাতুন্নবী (সা:) মাহফিলের আলোচনায় সভাপতিত্ব করেন, আলহাজ¦ মাওলানা মুফতি খোইাইব। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। অন্যান্যদের বক্তব্য রাখেন, কুয়াটার আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক, আলহাজ্ব মাওলানা এমদাদুল ওয়াহেদ, ঢাকার আলহাজ্ব মাওলানা মিযানুর রহমান সাঈদ।
বক্তারা আরো বলেন, অস্থায়ী এই দুনিয়ায় জীবনের কোন নিশ্চয়তা নেই। মৃত্যু একদিন আসবেই। তাই, আল্লাহকে ভয় করতে হবে এবং মুসলমান হয়ে খবরে যেতে হবে। এটাই একমাত্র পথ। এই পৃথিবীতে পরীক্ষার স্থান। জন্ম এবং মৃত্যুও মধ্যে এই পরীক্ষা। মহাগ্রন্থ আল-কোরআন ও নাতে রসূল (সা:) পাঠের মাধ্যমে বাদ আছর মাহফিল শুরু হয়। ওই সময় মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন হিরু, সিরত মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা ওলি উদ্দীন ও তৈয়বুল হক বেদার প্রমূখ।
Leave a Reply