লোহাগাড়ায় ব্যাপক আয়োজনের মাধ্যমে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমী ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও একাডেমিক ভবনের উর্দ্ধমুখী কাজ সম্প্রসারণের উদ্বোধন করা হয়েছে ৬ নভেম্বর শনিবার দুপুরে।
এ উপলক্ষে উক্ত বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজয় কুমার বড়ুয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পিপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব সিআইপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার, সাতকানিয়া পৌরসভার মেয়র ও চটগ্রাম চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, লোহাগাড়া থানার অফিসার্স ইনচার্জ জাকের হোছাইন মাহমুদ ও আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস।
সমাবেশে বক্তারা লোহাগাড়া ও সাতকানিয়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। আগামীতে সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ সব কাজে সহােগিতার আহ্বান জানানো হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকাভিত্তিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেছেন বক্তারা। উদ্বোধনী সঙ্গীতে মাধ্যমে সমাবেশের সূচনা করা হয়। তবে, সমাবেশে অগোছালো সঞ্চালনায় উপস্থিত সচেতনমহলদের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাঈদ, ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রুন, প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি ফরিদুল আলম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম। সমাবেশে বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এড. মোহাম্মদ আলী ও জাফর আহমদকে সংবর্ধণা দেয়া হয়।
Leave a Reply