দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধ বন্দুক নাড়াচড়া করার সময় বের হওয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পঙ্কজ তালুকদার (৩২) নামে এক ওষুধ ব্যবসায়ী। গুলিবিদ্ধ হওয়ার পর তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উক্ত ওষুধ ব্যবসায়ী প্রাণ হারান গত ৮ নভেম্বও দিনগত রাত ২টার দিকে। উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া দক্ষিণ পাড়ার সাধন মেম্বার বাড়ি এলাকায় ঘটেছে এ ঘটনা গত ৫ নভেম্বও রাত ১১টায়। নিহত পঞ্চজ একই উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া তালুকদার বাড়ীর সুপ্রকাশ তালুকদারের ছেলে ও তিনি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ফ্রিপোর্ট কলসী দিঘীপাড়ের একজন ওষুধ ব্যবসায়ী বলে জানা গেছে।
এই ঘটনায় ব্যবহৃত অবৈধ বন্দুক তিনদিন পরেও উদ্ধার হয়নি। তবে, সাতকানিয়া অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বন্দুক উদ্ধারের তৎপরতা চলছে। এ ঘটনার ব্যাপারে কাঞ্চনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহত পঙ্কজের মামাতো ভাই জয় চৌধুরী জানান , কালী পূজা উপলক্ষ্যে পরিবার পরিজন নিয়ে নিজ বাড়ি থেকে কাঞ্চনা জোট পুকুরিয়া মামার বাড়ীতে বেড়াতে আসেন পঙ্কজ। ঘটনার রাতে তারা মামার বাড়ীর উঠানে বসে লুডু খেলছিল। এসময় চাচাতো ভাই সঞ্জয় চৌধুরী একটি বন্দুক নিয়ে আসেন। বন্দুকটি তাদের অপর ভাই অনিক চৌধুরী নাড়াচাড়া করতে গিয়ে বের হয়ে যায় গুলি। এইসময় পেটে গুলিবিদ্ধ হন পঙ্কজ তালুকদার। গুলিতে আহত পঞ্চজ তালুকদারকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ হয়।
এ ব্যাপারে পঙ্কজ তালুকদারের মা চম্পা তালুকদার বলেন , গুলি কিভাবে করে এটি দেখাতে গিয়ে তার ছেলে গুলিবিদ্ধ হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা প্রকাশ করে সংবাদ মাধ্যমকে জানান , নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply