লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নে গহীন অরণ্যে পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ১০ নভেম্বর দিনব্যাপী উপজেলার ওই অরণ্যের তিনটি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
এ সময় ইউএনও ও এসিল্যান্ড বালুবাহী ট্রাককে ধাওয়া শুরু করে। প্রায় ১০ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ধাওয়া করার পর ট্রাক রেখে গহিন জঙ্গলে পালিয়ে যায় বালুখেকোরা। পরে ট্রাকটি জব্দ করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আনা হয়।
এসিল্যান্ড মো. মাসুদ রানা বলেন অভিযানের সময় খবর পেয়ে ট্রাকে করে বালুখেকোরা পালিয়ে গেলেও পেছন থেকে ধাওয়া করে ট্রাকটি জব্দ করা হয়। লোহাগাড়ার ভূ-প্রকৃতি রক্ষায় প্রশাসন সদা তৎপর থাকবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান , অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, পরিবেশ ধ্বংসকারী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলবে ।
Leave a Reply