লোহাগাড়ায় জমিতে ধান কাটতে বাধা দেয়ায় সন্ত্রাসীদের দা’য়ের কোপে শহিদুল ইসলাম নামে এক যুবক গুরতর আহত হয়েছেন।
১৬ অক্টোবর মঙ্গলবার সাড়ে ৫টায় উপজেলার চরম্বা ইউনিয়নের জমাদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম (৩৭) ওই এলাকার মাওলানা পাড়া গ্রামের মৃত নুরুল আলমের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর বেলায় ওই জমিতে জমাদার পাড়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র বদিউল আলম (৩৭) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধান কাটতে যায়। ধান কাটছে এমন খবর পেয়ে জমির মালিক শহিদুল ইসলাম ওই জমিতে গিয়ে ধান কাটায় বাধা দেয়। ওই সময় বদিউল আলমসহ অন্যান্য ব্যক্তিরা দা-ছুরি ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে ধারালো দা’য়ের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে, স্বজনেরা ওই সময় শহিদুল ইসলামকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে আহতের ছোট ভাই মো. আবু সাঈদ জানিয়েছেন।এই ঘটনায় তিনি বাদী হয়ে বদিউল আলমসহ ৮জনকে বিবাদী করে লোহাগাড়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত বদিউল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসাইন মাহমুদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply