গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়ায় উপজেলায় আগামী ২৩ ডিসেম্বর ৬ ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, সংরক্ষিত আসন (মহিলা) ও সাধারণ সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে লবিং করছেন। এছাড়াও অন্যান্য দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্ধিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উ
পজেলার ৯ ইউনিয়নের মধ্যে নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ ইউনিয়নে। এর মধ্যে রয়েছে- বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি ইউনিয়ন। অপর ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন গত সনের অক্টোবর মাসে সম্পন্ন হয়েছে।
সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লোহাগাড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইতোমধ্যে ৩ জন রির্টানিং অফিসার নিয়োগ করা হয়েছে। তপশীল অনুযায়ী রিটার্নিং অফিসারদের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।
Leave a Reply