লোহাগাড়া উপজেলার পদুয়া হাঙ্গরকুল এলাকায় হাঙ্গর খাল থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বে গতকাল বিকেলে (২৩ নভেম্বর) এ অভিযান পরিচালিত হয়। ওই সময় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি পুড়িয়ে ফেলা হয়।
জানা যায়, হাঙ্গরখাল হতে দীর্ঘদিন বালু উত্তোলন আসছিল বালুখেকোরা। সম্প্রতি ওই খালের গভীরতা বৃদ্ধি পেয়ে এক শিশুর মৃত্যু হয়। পাশাপাশি সরকারি রাস্তা ও বসতভিটা ভেঙে পড়ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ ধরণের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply