লোহাগাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধীজীবি দিবস ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই দিবসের প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব জিতুর সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাসুদ রানা,লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল ও লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দীন প্রমুখ।
অন্যান্য বছরের তুলনায় এবারের বিজয় দিবসটি সুন্দরভাবে পালন করা হবে। এ ছাড়া এ দিবসে উপজেলার সকল সরকারি ও বেসরকার প্রতিষ্ঠানে সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
উপজেলা প্রশাসক বলেন, সরকারি কর্মসূচির পাশা-পাশি এবারের মহান বিজয় দিবসে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের দিয়ে বিজয়ের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
Leave a Reply