জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে অঞ্জলী নাথ ও জয়া নাথ নামে দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর কলাউজানের নিজতালুক নাথ পাড়া এলাকায় নিজ বাড়ীতে হামলার শিকার হন তারা। এ ঘটনায় তিনজনকে বিবাদী করে লোহাগাড়ায় থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী অঞ্জলী নাথের স্বামী চিন্তাহরণ নাথ।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা কৃষক চিন্তাহরণ নাথ তার পৈত্রিক মৌরশী সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। কিন্তু, সম্প্রতি বাড়ির উঠানে ধান রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী মনোরঞ্জন নাথ, শিমুল নাথ ও কৃষ্ণা নাথ দেশীয় অস্ত্র নিয়ে অঞ্জলী নাথের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তার ছেলের বউ জয়া নাথ এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ী কিল, ঘুষি ও লাথি মারেন।
এ ঘটনায় ২৩ নভেম্বর ভুক্তভোগী অঞ্জলী নাথের স্বামী চিন্তাহরণ নাথ ওই তিনজনকে বিবাদী করে লোহাগাড়া থানায় অভিযোগ করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. শামীম বলেন, এ ঘটনার তদন্ত করে সতত্যা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।
ভুক্তভোগী অঞ্জলী নাথের ছেলের বউ জয়া নাথ বলেন, তার স্বামী ও দেবর বিদেশে থাকেন। এর সুবাধে প্রতিপক্ষরা প্রায় তিনবছর ধরে তাদেরকে অহেতুক অন্যায়-অত্যাচার করে যাচ্ছে। অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাদের প্রতিনিয়ত প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে জানান তিনি।
এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত শিমুল নাথের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
Leave a Reply