লোহাগাড়া উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে পদুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দীনের মনোনয়ন বৈধ করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন।
গত ২৯ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাইকালে ব্যাংক একাউন্টে সমস্যা থাকায় পদুয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিনে মনোনয়ন ফরম বাতিল করেছিল লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন রিটানিং কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন রোমান খাঁন|
তারপর, মো. জসিম উদ্দীন তার মনোনয়নের বৈধতা চ্যালেন্স করে জেলা নির্বাচন অফিসারের বরাবর রিট করে। পরে, জেলা নির্বাচন কমিশনার ওই বিষয়টি যাচাই-বাছাই করে অবশেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এ ব্যাপারে জসিম উদ্দীন বলেন, উপজেলা রিটানিং অফিসার আমার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেন। পরে, আমি জেলা নির্বাচন অফিসার বরাবর বৈধতা চ্যালেন্স করে রিট করলে তারা সেটি যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন। ফলে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করতে আমার আর কোন বাঁধা নেই।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
Leave a Reply