“লোহাগাড়ায় সড়াইয়া খালের গর্ভে বিলীন হচ্ছে কৃষকের ফসলী জমি” শিরোনামে ২৯ ডিসেম্বর বুধবার ‘ডেইলী চট্টগ্রাম’-এ একটি অনুসন্ধানী নিউজ প্রকাশিত হওয়ার পর ৩০ ডিসেম্বর সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। ওই সময় বালু জব্দ এবং ড্রেজার (শ্যালো মেশিন) পুড়িয়ে দেয়া হয়।
সূত্রে জানা যায়, উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মুহাম্মদ ইকবালের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। ফলে, পাশের ফসলী জমি ভেঙ্গে খালের গর্ভে চলে যাচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, পুটিবিলার ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইকবাল মেম্বার সড়াইয়া খাল থেকে অবৈধ বালু উত্তোলন করছিল। অনেকদিন ধরে তিনি বালু তুলে বিক্রি করে আসছেন।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উক্ত স্পটে অভিযান চালিয়ে বালু জব্দ, ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস এবং লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়। অবৈধ বালু উত্তোলনকারি নবনির্বাচিত মেম্বার মুহাম্মদ ইকবালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply