ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট টক’শো ব্যক্তিত্ব মো. ইলিয়াছ খানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন। ২ জানুয়ারী (রোববার) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দপ্তর সম্পাদক সেবিকা রাণীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দ লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিনের কুশলাদি বিনিময় করেন এবং লোহাগাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যে কোন বিপদ ও হয়রানীতে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ পাশের থাকা এবং সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
Leave a Reply