লোহাগাড়া উপজেলায় মোহাম্মদ জাহেদ (১৯) নামে এক তরুণের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ৫ জানুয়ারী বুধবার লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। উপজেলা সদর ইউনিয়নের পূর্ব লোহাগাড়া এলাকায় মৎস্য খামারের পরিত্যাক্ত এক ঘরে তার লাশ পাওয়া যায়। মো. জাহেদ উপজেলার পশ্চিম কলাউজান গ্রামের সিএনজিচালিত অটোরিক্সা চালক শাহ্ আলমের পুত্র।
তরুণ জাহেদের পিতা শাহ্ আলম জানান, তার ছেলে চট্টগ্রাম শহরে সেলাই কাজের প্রশিক্ষণ নিচ্ছিল। গত ৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শহর থেকে বাড়িতে আসে। রাত ১২টা পর্যন্ত সে ঘরে ছিল। এর পরের ঘটনা আর কিছুই তিনি জানেন না। বুধবার সকাল ১০টায় জানতে পারেন তার ছেলে ঝুলে আছে পরিত্যাক্ত খামার বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কিশোররা প্রথমে ওই খামার বাড়িতে ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর বিষয়টি প্রচার হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোছাইন মাহমুদ জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে লোহাগাড়া থানায়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Leave a Reply