সাতকানিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আবদুল জলিল। গত বুধবার সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি লক্ষীপুর জেলার রায়পুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখানে তিনি মাদক, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ও কিশোর ‘গ্যাং’ রোধ ও বিট পুলিশিং সভার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন।
ইতোপূর্বে তিনি চট্টগ্রামের লোহাগাড়া চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং সাতকানিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, আমি অফিসার ইনচার্জ হিসাবে গত বুধবার সাতকানিয়া থানায় যোগদান করেছি। এলাকার আইন-শৃংখলা রক্ষায় সকলের সার্বিক সহোযোগিতা কামনা করছি। বিশেষ করে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাউকে কোন ধরণের আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সুযোগ দিব না। নির্বাচন কেন্দ্রীক যে কোন ধরণের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি উপজেলাকে মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্য বিয়ে ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply