লোহাগাড়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন ৪৬ জন উপকারভোগীদের মাঝে ২৬ লাখ ৩৬ হাজার ৯০১ টাকার চেক বিতরন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পদুয়া বনরেঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক এটিএম আজহারুল ইসলাম, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম , রাহুল মুনতাসির ও কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন , বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জীবন বাঁচাতে বৃক্ষ রোপন ও বনায়ন খুবই জরুরী। দেশের ভবিষ্যত প্রজন্ম রক্ষা করতে এবং জলবায়ু পরিবর্তনে বৃক্ষ রোপনে সকলকে এগিয়ে আসতে হবে। তাই বন বিভাগের সামাজিক বনায়ন আর্থসামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Leave a Reply