লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় হোসেন নগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসময় পাহাড় কাটায় ব্যবহৃত এক্সক্যাভেটরটি জব্দ করা হয়। এছাড়াও দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন যথাক্রমে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার জসিম উদ্দিন (৩২) এবং বাঁশখালির বাসিন্দা মো. শাহজাহান(২১)। ২০ জানুয়ারী সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মাসুদ রানা।
এ ব্যাপারে মাসুদ রানা জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হোছেন নগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটছিল প্রভাবশালীরা। এলাকায় সাধারণ জনগণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করে পরিবেশ আইনে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে এক্সক্যাভেটর গহীন জঙ্গলে লুকিয়ে রাখা অবস্থায় জব্দ করা হয়। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply