চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ লোহাগাড়া উপজেলায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দু’জন নিহত হয়েছেন।
আজ ২২ জানুয়ারি শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার আধুনগর হাতিয়ারকুল ডাক্তারের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষীপুর জেলার রায়পুর থানার মো. কামাল উদ্দিনের পুত্র কাউছার আহমেদ (৪০) ও একই এলাকার মুহাম্মদ আরিফ হোসেন (৩০)।
জানা যায়, কক্সবাজার অভিমুখী একটি মালবাহী ট্রাক দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা দু’জনেই ঘটনাস্থলে মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গাছের সাথে ধাক্কা লেগে মালবাহি ট্রাকের চালক-হেলপার দু’জনে ঘটনাস্থলে প্রাণ হারান। গাড়ি ও লাশ দু’টি দোহাজারী থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply