চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ লোহাগাড়ায় উপজেলায় পৃথক দুটি অভিযানে চৌদ্দ হাজার ১০ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ওই সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বুধবার (২৬ জানুয়ারি) সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।
এর আগেরদিন মঙ্গলবার রাতে উপজেলার চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজারের ঈদগাঁও নাপিতখালী ইসলামপুর এলাকার মৃত মো. আইয়ুব আলীর ছেলে মো. নাছির উদ্দিন (৫২) ও ওই জেলার রামুর ফতেকারকুল হাইটুপি এলাকার বিমল বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া (৩৬)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, এসআই গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে উল্লেখিত এলাকায় পৃথক দুটি অভিযানে নাছিরকে দশ হাজার পিস এবং সুমনকে চার হাজার ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বুধবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply