চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চাঁন্দা গ্রামের আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়-১ এর পরিচালক মুহাম্মদ ফিজনূর রহমান। ৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উক্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন তিনি। ইতোমধ্যে উক্ত প্রকল্পের সিংহভাগ কাজ সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। উক্ত প্রকল্পের কাজ সম্পন্ন হলে ৬৫টি আশ্রয়নহীন পরিবার তাদের স্বপ্নের ঠিকানা পাবেন। বসবাস করবেন স্বপরিবারে। উপজেলার চাঁন্দা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ ব্যয় ১ কোটি ৯৫ লাখ টাকা। দেশের অন্যান্য এলাকার ন্যায় এ উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আরো ১৩১ টি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হলে বলে জানানা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর কার্যালয়-১ এর পরিচালক মুহাম্মদ ফিজনূর রহমান কর্তৃক আশ্রয়ণ প্রকল্প পরির্দশকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন ও লোহাগাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও তিনি উপজেলার আধুনগর কুলপাগলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চুনতি মীরখিল সোলতান আহমদ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল করিবসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়-১ এর পরিচালক লোহাগাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এ দিন সকালে উপজেলা চত্বরে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দীন ও দপ্তর সম্পাদক রায়হান সিকদার প্রমূখ।
Leave a Reply