সালাম সব মানুষকে শান্তিপ্রিয়, বিনয়ী ও মহৎ গুণাবলীর অধিকারী হতে উদ্বুদ্ধ করে। যদি আমার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ না থাকে তাহলে তা প্রমাণ করে, আমি শান্তির ধর্ম ইসলামের অনুসারী নই। সব ধর্মের মানুষের প্রতি হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে হবে। যুগে যুগে পীর-আউলিয়া ও দরবেশরা এভাবেই ইসলামের প্রচার-প্রসারে কাজ করে গেছেন। ৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার গারাংগিয়া কামিল মাদ্রাসার তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিনে গারাংগিয়ার পীর ও গারাংগিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হযরত শাহ মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হযরত বড় হুজুর কেবলা সব ধরনের ক্ষুদ্র মতপ্রার্থক্যের ঊর্ধ্বে উঠে শরিয়ত, তরিকত ও মারফতের যে বাগান সৃজন করেছিলেন, তার সুশোভিত সৌরভে অসংখ্য পথহারা মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছিলেন। মাহফিলে আলোচনা করেন হজরত শাহ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক মজিদি। ৩দিনব্যাপী বার্ষিক মাহফিলে বরেণ্য ওলামা-মাশায়েখ, ইসলামি বুদ্ধিজীবীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তব্য রাখেন- গারাংগিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিম, মাস্টার মুহাম্মদ মহিউদ্দিন, প্রবীণ শিক্ষক আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাদ্দিস আবদুল কাদের নিজামী।
Leave a Reply