চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান। মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় অভিন্ন মানদন্ডের জন্য তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, থানায় অল্প সময়ে যোগদান করার পর থেকে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। যোগদানের পর ইয়াবা উদ্ধার,ইয়াবা ব্যবসায়ীদের আটক করে আদালতে সৌপর্দ করেছি। মাননীয় ‘পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। জেলা পুলিশ সুপার স্যারের দেওয়া এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে।
১০ মার্চ বৃস্পতিবার সকালে জেলা পুলিশের এক মাসিক সভায় জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
ওই সময় জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল অফিসারসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply