লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দীন তার বক্তব্যের জন্য মাননীয় আদালত ও আইনজীবিদের কাছে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
৯ মার্চ রাত ৯টায় উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাননীয় আদালতের নিকট ক্ষমা চান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গত ৪ মার্চ একটা মাহফিলে মাননীয় আদালতের একটা সিদ্ধান্ত নিয়ে ভুল মন্তব্য করেছি। যেটি ছিল অনিচ্ছাকৃত। আমি মাননীয় আদালতের কাছে ক্ষমাপ্রার্থী এবং পাশাপাশি সম্মানিত আইনজীবিদের কাছে ক্ষমাপ্রার্থী। আমার প্রত্যাশা মাননীয় আদালত এবং সম্মানিত আইনজীবি মহোদয়গণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply