লোহাগাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৩টি বাস ও ১টি কভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ১৮ মার্চ শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এই দূর্ঘটনায় অন্তত: ২০ জন আহত হয় বলে সূত্র জানায়। এ দূর্ঘটনা ঘটেছে উপজেলার চুনতি ডেপুটি হাটের উত্তর পার্শ্বে মিঠার দোকান নামক বাঁকে। দূর্ঘটনার নিহত ব্যক্তির নাম আলমগীর (২৪)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা মোসলেম উদ্দীনের পুত্র বরে জানা গেছে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম।
জানা গেছে, কক্সবাজারমুখী ১টি কভার্ডভ্যানের সাথে বিপরীতমুখী এনা পরিবহনের ১ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংষর্ষের পর চট্টগ্রাম শহরমুখী হানিফ পরিবহনের দ্রুতগতির অপর একটি বাস এনা পরিবহনের বাসের পেছনে আঘাত করে। এদূর্ঘটনায় চট্টগ্রাম ও কক্সবাজারমুখী অনেক যানবাহন আটকা পড়ে। একপর্যায়ে কক্সবাজারমুখী সেজুতি পরিবহনের দ্রুতগতির অপর একবাস যানজটে আটকেপড়া এক কভার্ডভ্যানের পেছনে আঘাত করে। দোহাজারী হাইওয়ে থানার এএসআই মোস্তফা জানান, এঘটনায় কভার্ডভ্যানের সহকারী সড়কে দাড়িয়ে থাকা আলমগীর গুরুত্বর আহত হয়। আংশকাজনক অবস্থায় আলমগীরকে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় আহতদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান চুনতি ফাঁড়ির কর্মকর্তা রাফিকুল ইসলাম জামান। দূর্ঘটনা কবলিত ৩ বাস ও কভার্ডভ্যানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। বাস ও কভার্ডভ্যান দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
Leave a Reply