চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ আধুনগর এলাকায় প্রাইভেটকার ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ বন্ধু নিহত হয়েছেন। গত ২১ মার্চ সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহত ৫ বন্ধুরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মৃৃত নাছির উদ্দিনের ছেলে হারুনর রশিদ হিরণ (২৬), মিরসরাই উপজেলার কমর আলী এলাকার সাইফুল ইসলাম (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়ার নওশের আলীর ছেলে খোরশেদ আলী সাদ্দাম (৩০), চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকার মো. ফারুক জাহানের ছেলে রিজভী সাকিব (২৬) ও অলংকার মোড় শহীদ নগর এলাকার সালামত আলীর ছেলে মনছুর আলী (২১)।
নিহত হারুনর রশিদ হরিণের ভগ্নিপতি লোহাগাড়া পদুয়া ইউপি সদস্য মো. কাওসার জানান, তারা পাঁচ বন্ধু ভোর বেলা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। উপজেলার আধুনগর ষ্টেশন পার হতেই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। নিহত হারুন রশিদ হরিণ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শেষ বর্ষের ছাত্র। এছাড়া রিজভী সাকিব, সাইফুল ইসলাম ও মন্সুর আলী চট্টগ্রাম মহসিন কলেজের স্নাতকের ছাত্র। খোরশেদ আলী চট্টগ্রামে মোবাইলের ব্যবসা করেন।
তিনি আরো জানান, নিহত ৫ বন্ধু চট্টগ্রাম শহরে চলতেন একসাথে। না ফেরার দেশেও চলে গেলেন একসাথে।
লোহাগাড়া আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন জানান, ভোরে নামাজ শেষে রাস্তায় সড়ক দূর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। ওই সময় প্রাইভেটকারের চারজন ঘটনাস্থলে মারা যান। একজনকে হাসপাতালে প্রেরণ করা হয়। সড়কে বেপোরোয়া গাড়ী চলাচলের কারনে প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনা ঘটছে বলে জানান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রথমে ৪জন মারা যান এবং পরবর্তীতে চমেক হাসপাতালে আরো এক আহত প্রাইভেট কারের যাত্রী মারা যান। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেন এবং গাড়ী জব্দ করেন। এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে, এ দূর্ঘটনায় নিহতদের স্ব-স্ব এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply