চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ হাজির রাস্তা মাথা এলাকায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মিতালী সিকদার (৫৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মিতালী সিকদার উপজেলার চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিন্দু পাড়ার শিমুল সিকদারের স্ত্রী।
নিহতের ছেলে মোটরসাইকেল চালক নয়ন সিকদার বলেন, আমার মাকে নিয়ে মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়ার জন্য গিয়েছিলাম। টিকা নেওয়ার পর হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলাম। পথিমধ্যে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চুনতি হাজির রাস্তার মাথা নামক স্থানে গেলে আমার মা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওইদিন বিকেল ৪টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply