মিথ্যা ও গায়েবি মামলা থেকে পরিত্রাণ পেতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন সাতকানিয়া উপজেলা কেরানিহাটের মোহাম্মদ নজরুল ইসলাম অভি নামের এক ব্যবসায়ী।
২০ মার্চ রবিবার বিকেল তিনটায় নগরীর বহদ্দারহাট কাশবন চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেওঁচিয়া ব্যবসায়ী পাড়ার ভূক্তভুগি ব্যবসায়ি মোহাম্মদ নজরুল ইসলাম অভি জানান, তাঁর বাবা আলহাজ্ব বেলাল আহমদ সওদাগর স্থানীয় কেরানিহাটের একজন স্বনামধন্য ব্যবসায়ী ও একজন প্রতিষ্ঠিত সমাজসেবক। সড়ক দুর্ঘটনায় তাঁর একটি পা সম্পূর্ণ অকার্যকর এবং স্ট্রেকচারে ভর করে চলাফেরা করতে হয়। তিনি বলেন, কেরানিহাট হাজী বেলাল টাওয়ারের নীচ তলায় অবস্থিত জিলানী ট্রেডার্সের একজন পরিচালক সুনামের সাথে দীর্ঘদিন ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন পত্র পত্রিকা ও সাময়িকীতে লেখালেখিও করে থাকি। ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক নতুন গন্তব্যের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছি দীর্ঘদিন ধরে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম অভি বলেন, ব্যবসা- বাণিজ্যের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে তাঁর সফলতা এবং সুনাম সুখ্যাতি দেখে আশেপাশের অনেকেই ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লাগে এবং ব্যবসায়িক উন্নতি বাধাগ্রস্থ করতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাঁর বিরুদ্ধে মাদক- ইয়াবার সংশ্লিষ্টতার অভিযোগ এনে ব্যাপক অপপ্রচারের পাশাপাশি সাতকানিয়াসহ বিভিন্ন থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে তাঁকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। তিনি আরো বলেন, কোন মামলায় তাঁকে প্রথম আসামী করা হয়নি। অধিকাংশ মামলায় শ্যোন আসামি দেখানো হয়েছে। ঢাকার বংশাল থানায় দায়েরকৃত মিথ্যা মামলায় কোন প্রমাণ না পেয়ে গত ১৩ জানুয়ারি ২০২০ ইং তাঁকে বেকসুর খালাস দেয়া হয় বলে জানান। সর্বশেষ গত ৮ মার্চ সাতকানিয়া থানায় যে মামলা হয় এর দুইদিন পূর্ব থেকেই তিনি ঢাকায় অবস্থানের কথা উল্লেখ করে তিনি ঢাকায় হোটেলে অবস্থানকালীন বিভিন্ন ডকুমেন্ট তদন্ত কর্মকর্তার কাছে পাঠিয়েছেন বলে জানান।
ঢাকার সাভার, কক্সবাজার পেকুয়াসহ বিভিন্ন থানা একেরপর এক গায়েবী মামলা দায়ের করে হয়রানির মাধ্যমে তাঁর জীবনকে দুর্বিসহ করে তোলা হয়েছে উল্লেখ করে ব্যবসায়ি মোহাম্মদ নজরুল ইসলাম অভি বলেন, আজ আমি দেউলিয়ার পথে। মামলার হাজিরা দিতে দিতে আমি আজ সর্বস্বান্ত। তিনি মামলা হয়রানি থেকে রেহাই দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে চলাফেরা এবং ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের কাজ দাবী জানান।
Leave a Reply