পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আহসান হাবিব জিতুর নেতৃত্বে উপজেলার বতটলী এলাকায় বাজার দর মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহজাহান।
এ সময় ফলের দোকানের মূল্য তালিকা না থাকায় এবং অধিক দামে তরমুজ বিক্রি করার দায়ে ১৪ মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া তরমুজের মূল্য ছোট-১২০ ও বড়-১৮০ টাকা মূল্য নির্ধারণ করে দেন উপজেলা প্রশাসন। তাছাড়াও এ দুই ম্যাজিষ্ট্রেট উপস্থিত থেকে ব্যবসায়ীদেরকে উল্লেখিত মূল্যে তরমুজ বিক্রি করান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু বলেন, রমজান মাসে দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে এই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়। যা রমজান মাসজুড়ে চলমান থাকবে।
Leave a Reply