বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, সাংসদ প্রফেসর ড.নদভীর সহধর্মীনি, নারীনেত্রী ও সমাজকর্মী রিজিয়া রেজা চৌধুরী সাথে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল রাত ১১টার দিকে চট্টগ্রামস্থ নদভী প্যালেসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার, প্রেস ক্লাব কার্যনির্বাহী সদস্য মাওলানা আবদুল জব্বার ফিরোজ ও অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ।
এ সময় লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের পাশে সবসময় রয়েছেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দদেরকে সুন্দর পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সাংবাদিকরা এদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন। এদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আগামীতে আপনারা এগিয়ে যাবেন। সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের চিত্রগুলো সবসময় তুলে ধরবেন। তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। এদেশ এখন আর পিছিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের নিরলস প্রচেষ্ঠায় সাতকানিয়া-লোহাগাড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দরা আগামীতে আরও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তিনি জানান।
Leave a Reply