লোহাগাড়ায় ২০ এপ্রিল বুধবার কালবৈশাখীর ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে ভেঙ্গেছে শতাধিক গাছপালা। ভেঙ্গে পড়া গাছ কাটতে গিয়ে গাছের ছাপায় মারা গেছে জিল্লুর রহমান (৪০) নামের এক গাছ ব্যবসায়ী। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের বাসিন্দা।
জানা যায় গেছে, কালবৈশাখীর তান্ডবে পল্লী বিদ্যুত লাইনের ১০/১২টি খুঁটি ভেঙ্গে পড়েছে বলে জানা গেছে। ফলে, পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। উপজেলা পরিষদ গেটের সামনে ভেঙ্গে পড়া গাছের ছাপায় সাহাব উদ্দীনের চায়ের দোকান ভেঙ্গে যায়। চরম্বা ইউনিয়নের নাছির মোহাম্মদ পাড়ায় বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে ঝড়ো হাওয়ায়। কলাউজানে গাছের চাপায় পড়ে ভেঙ্গে গেছে সিএনজিচালিত অটোরিক্সা। এছাড়াও এলাকার রবি ও বোরো ফসলের ব্যাপক ক্ষতির সংবাদ পাওয়া গেছে।
এ দিন সকাল ১০টার দিকে আকাশ ছেয়ে যায় কালোমেঘে। শুরু হয় কালবৈশাখীর তান্ডব। ঝড়ো হাওয়ায় উড়ে ধূলাবালু। সাথে সাথে নেমে আসে বৃষ্টি। বৃষ্টি নেমে আসার ফলে প্রচন্ড গরমে স্বস্তি পায় মানুষ। কমে যায় তাপমাত্রা।
পল্লী বিদ্যুত সমিতি চট্টগ্রাম-১, লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মো. শাহজাহান জানান, এলাকায় বিদ্যুৎ সংযোগ লাইনের ব্যাপক ক্ষয়-ক্ষতির নির্ণয়সহ মেরামতের কাজ করা হচ্ছে।
Leave a Reply