লোহাগাড়ায় মোহাম্মদ নুরুল আলম (৫৮) নামে কোরআন দরগাহের খাদেমকে অপহরণের ১০ ঘন্টার মধ্যে গত শনিবার ভোররাত ৪টায় তাকে উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে অপহরণের অভিযোগে অভিযুক্ত আক্তার হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। ২৪ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান।
গত শুক্রবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে। অপহৃত নুরল আলম উপজেলার পশ্চিম কলাউজান মান্নান মিয়াজী বাড়ির মৃত গুরা মিয়ার পুত্র ও স্থানীয় মিয়াজী গায়েবী কোরআন দরগাহের খাদেম।
জানা গেছে, ঘটনার রাতে অপহরণকারী দুই জন মোবাইল ফোনে ডেকে অপহৃত খাদেমকে নিয়ে যায় উপজেলার পাহাড়বেস্টিত চরম্বা এলাকায়। অপহরণের পর তাকে নিয়ে যাওয়া হয় পাহাড়ী বনাঞ্চলে। ঘটনার রাত ১টায় অপহৃতের স্ত্রীর নিকট মোবাই ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারীরা। অবশেষে, মুক্তিপণের টাকার জন্য অপহৃতকে নিয়ে আসায় হয় উপজেলা বটতলী দরবেশ হাট রোডে। সেখানে লোহাগাড়া থানা পুলিশ অপহৃত খাদেমকে উদ্ধার ও অভিযুক্ত আক্তার হোসেনকে আটক করে। আটক আক্তার উপজেলা সদরের আবুল হোসেনের পুত্র। অপহরণকারী অপরজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, অপহরণ ঘটনার সংবাদ পেয়ে কৌশলে অপহরণকারী ১ জনকে আটক করা হয়েছে। অপরজনকে আটকের তৎপরতা চলছে বলেও জানান তিনি।
Leave a Reply