দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষক লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও এক আলোচনা গত ২৩ এপ্রিল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আলি আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আতাউল করিম চৌধুরী।
লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদস্য লুৎফর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, সাতকানিয়া উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন, লোহাগড়া উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মাহমুদুল হক, সহ সভাপতি তুষার কান্তি বড়ুয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক জমির উদ্দিন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা কৃষক লীগের ৯ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কৃষক লীগ, তাতীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কৃষক লীগের সংগঠন করার গুরত্বারোপ করেন। ইফতার শেষে এলাকার কৃষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply